এটি সুস্থ্য ধারার সুন্দর একটি সোসাল নেটওয়ার্ক, এখানে রাষ্ট্রবিরোধী ও সমাজের জন্য ক্ষতিকর এমন কোন পোস্ট করা যাবে না। ফেইক (ভূয়া) আই.ডি ওপেন করলে তা বিশেষ প্রোগ্রামের মাধ্যমে সনাক্ত করে বন্ধ করে দেওয়া হবে।
It is a beautiful social network, no posts can be posted here that are anti-state and harmful to society. Opening Fake ID will detect and close it through special programs.
05-May-2022 তারিখের কুইজ
(অংশগ্রহণ করেছেন: 5148+)
প্রশ্নঃ বাংলাদেশ কৃষি প্রধান দেশ? এদেশে কেন এত সয়বিন তেলের ঘারতি হবে? কেন বিদেশ থেকে সয়াবিন তেল আমদানি করতে বিশাল অংকের রিজার্ভ (টাকা) খরচ করতে হবে।
বাংলাদেশ সয়াবিন চাষের জন্য উপযোগী, সয়াবিন বছরের সব সময় চাষ করা যায়। তবে রবি (শীত কাল) মৌসুমে ফলন বেশি হয়। মাত্র তিন মাসের মধ্যে ফসল সংগ্রহ করা যায়।
এ ফসল চাষের ফলে জমির উর্বরতা বৃদ্ধি পায়, এর ফলে পরবর্তী ফসলে ইউরিয়া সারের অর্ধেক পরিমাণে প্রয়োজন হয়। কৃষি জমি ছাড়াও বাড়ির আশেপাশে অথবা গাছের ছায়া পড়ে এমন জায়গা সয়াবিন চাষ করা যায়।
প্রবাসী (বিদেশে কর্মরত বাংলাদেশী) আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?